• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাট জমেনি, গরু আসছে

মিথুন চৌধুরী

  ২৮ আগস্ট ২০১৭, ১৩:৫১

পবিত্র ঈদ উল আজহার আর বাকি আছে ৪ দিন। ২ আগস্ট এ দেশের মুসলিম ধর্মের অনুসারীরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করবেন। আর ঈদকে ঘিরে রাজধানীর বিভিন্ন হাটে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে পশু। ঈদের তিন দিন আগ থেকে সিটি করপোরেশনের অনুমোদিত হাটে পশু ওঠার কথা থাকলেও পশু আসছে সময়ের আগেই। বেচা-কেনা শুরু না হলেও চলছে নানান প্রস্তুতি।

সোমবার রাজধানীর বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে ঈদের আমেজ। নানা রঙে সাজানো হয়েছে ব্যানার, গেট। ক্রেতা-ব্যবসায়ীদের আকৃষ্ট করতে

এরইমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন হাটের ইজারাদাররা।

রাজধানীতে স্থায়ী গাবতলীর গরুর হাটসহ ২৩টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এরমধ্যে রয়েছে ২২টি অস্থায়ী ও একটি স্থায়ী হাট। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাট বসেছে। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায়ও নিজ উদ্যোগে অনেককে গরু বিক্রি করতে দেখা যায়।