• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শনিবার গাইবান্ধা ও বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ আগস্ট ২০১৭, ১০:৩৪

আসছে শনিবার গাইবান্ধা ও বগুড়ার সারিয়াকান্দি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করবেন তিনি।

গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীসমাজ ও বন্যা ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রী গাইবান্ধায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে সারিয়াকান্দি আসবেন। বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও তিনি স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
বগুড়ায় জন্ম নিল অদ্ভুত আকৃতির ছাগল
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
X
Fresh