• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পশু পালনে খামারিদের প্রধান সমস্যা গো-খাদ্য (ভিডিও)

অভি ইসলাম

  ২২ আগস্ট ২০১৭, ১৩:০৫

ঈদুল আযহায় পশু নির্বাচনে ক্রেতাদের মূল লক্ষ্য থাকে সুন্দর ও মোটাতাজা গরু। আর গরু মোটা-তাজাকরণের মূল উপাদান হলো গো-খাদ্য। একটা সময় ছিলো যখন আবাদি জমির ঘাস দিয়েই প্রয়োজন মেটাতেন খামারিরা।

তবে এবার কোরবানির পশু পালনে খামারিদের প্রধান সমস্যা গো-খাদ্য। কিন্তু শিল্পায়নের সঙ্গে সঙ্গে ধানী জমি কমে যাওয়ায় ঘাসের অভাব পূরণ করতে খামারিরা গরুকে খাওয়াচ্ছে গমের ভূসি, খৈল, বিচালিসহ অন্যান্য দানাদার খাদ্য। যেগুলোর দাম এখন আকাশছোঁয়া।

এদিকে খামারিরা বলছেন, গো-খাদ্যের দাম নিয়ে কর্তৃপক্ষ না ভাবলে পশু পালনে বিপ্লব সম্ভব নয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পিএইচডি রিসার্চ ফেলো মো. সফিকুর রহমানের মতে, অল্প জায়গায় বেশি ঘাস উৎপাদনসহ উন্নত বিশ্বের প্রযুক্তি এনে গো-খাদ্যের অভাব মেটানো সম্ভব।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আইনুল হক জানান, গো-খাদ্যের অভাব দূর করতে, দেশে নিত্যনতুন প্রযুক্তি আনা হচ্ছে। ভবিষ্যতে পশু পালন বাড়াতে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবে সরকার। এছাড়া যেকোনো সমস্যা সমাধানে প্রত্যন্ত এলাকার খামারিদের স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহায়তা নেয়ার পরামর্শ দেন তিনি।

আরকে/জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh