• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পোশাক শ্রমিকদের ছুটি ২৮ আগস্ট, বোনাস আগে : স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৭, ২০:৩২

আসছে ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি শুরু হবে। ছুটি শুরুর আগেই তাদের উৎসব ভাতা (বোনাস) পরিশোধ করা হবে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে ঈদুল আযহার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আসছে ২ সেপ্টেম্বর মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সেই উপলক্ষে আসছে ২৮ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের ছুটি শুরু হবে। তবে এর আগেই তাদের বোনাস পরিশোধ করা হবে।

তিনি বলেন, মূলত ঈদে ঘরেফেরা মানুষের যাত্রা সহজ করতে ও যানজট নিরসনে পোশাক শ্রমিকদের ২৮ তারিখ থেকে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে। মানুষের যাত্রা নিরাপদ করতে যানবাহন, বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হবে।

আসাদুজ্জামান খান বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়া পশুবাহী গাড়ি থামানো যাবে না। এছাড়া চাঁদাবাজি, ছিনতাইকারী, অজ্ঞান ও মলমপার্টির সদস্যদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্ত্রী আরো বলেন, অন্য সময় সারা দেশের মহাসড়কগুলোতে ১শ’ ৯৩টি পশুর হাট বসে। এবছর হাইওয়েতে যাতে কোনো পশুর হাট না বসে সেই জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ডাকাতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংক ডাকাতির ঘটনায় যা যা করার করব : স্বরাষ্ট্রমন্ত্রী
X
Fresh