• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২৯ আগস্টের ট্রেনের টিকিট বিক্রি শুরু (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৭, ১২:৫৫

কমলাপুর রেলস্টেশনে ২৯ আগস্টের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রোববার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে ২৯, ৩০ ও ৩১ আগস্টের টিকিটের।

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, গত দু’দিনের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে ২৯ আগস্টের টিকিট প্রত্যাশীর লাইন।

মোট টিকিটের ৬৫ ভাগ দেয়া হচ্ছে কাউন্টার থেকে। বাকি ৩৫ ভাগের ২৫ ভাগ অনলাইন ও মোবাইল ফোনে। ৫ ভাগ ভিআইপি ও ৫ ভাগ রেল কর্মকর্তা কর্মচারিদের কেনার জন্য বরাদ্দ।

স্টেশন সূত্র জানায়, ১৯ আগস্টে পাওয়া যাচ্ছে ২৮ আগস্টের টিকিট, ২০ তারিখ পাওয়া যাবে ২৯ আগস্টের টিকিট, ২১ তারিখ পাওয়া যাবে ৩০ আগস্টের টিকিট এবং ২২ তারিখ পাওয়া যাবে ৩১ আগস্টের টিকিট।

প্রতিদিন প্রায় ২ লাখ ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী আনা নেয়া করবে রেল।

২৯ থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পর ৩ থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে যাত্রী পরিবহন করবে এসব বিশেষ ট্রেন।

শোলাকিয়া ঈদগায় যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দুটি ট্রেন চালানো হবে।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
টিকিট ছাড়া পার্কে ৫ শিশু, কান ধরে দাঁড় করিয়ে রাখলেন ইউএনও
চাঁদের ওপর নির্ভর করবে ২ দিনের ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত
ট্রেনে ফিরতি যাত্রা : ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
X
Fresh