• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উন্নয়নের নামে মানুষকে নিঃস্ব করা হচ্ছে : সুলতানা কামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ আগস্ট ২০১৭, ১৭:৪৬

রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে সুন্দরবন ধ্বংসের চক্রান্ত চলছে। সেখানে উন্নয়নের নামে মানুষকে নিঃস্ব করা হচ্ছে। এই নিঃস্ব মানুষেরাই শহরে আসছে। বস্তিতে উঠছে।

বললেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সুলতানা কামাল বলেন, বস্তিতে উঠেও এসব মানুষের স্বস্তি নেই। সেখান থেকেও তাদের উচ্ছেদ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া দেশে এত বিপন্নতা আমরা চাইনি।

তিনি বলেন, সুন্দরবনের পাশে ও পশুর নদের তীরে অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে উঠছে। শিল্প প্রকল্পের মালিকেরা পশুর নদের সঙ্গে সংযুক্ত খালগুলো ভরাট করে ফেলছেন। এতে জোয়ারের পানি বাধা পাচ্ছে।

তিনি আরো বলেন, পশুর নদের দু'পাশে অস্বাভাবিক ভাঙন দেখা দিচ্ছে। নদের দু'পাশে ২০ হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। বেশ কয়েকটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সুলতানা কামাল ছাড়াও সংবাদ সম্মেলনে গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় কমিটির সদস্য শরীফ জামিল উপস্থিত ছিলেন।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh