• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিদেশে বসে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে : সেতুমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ আগস্ট ২০১৭, ১৫:০৮

আন্দোলনের মুরোদ নেই, কিন্তু বিদেশে বসে সরকার হটানোর ষড়যন্ত্র করা হচ্ছে। লন্ডন , দুবাই, ব্যাংককের সব খবর আমরা জানি। কারা কারা যাচ্ছে, কী আলাপ হচ্ছে। সব খবর আমাদের কাছে আছে। কারা ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে সব জানি। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

শনিবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবলীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণের রুদ্ররোষে এবার জন্মদিনে খালেদার কেক কাটার উৎসব পণ্ড হয়ে গেছে। বন্যার কারণ দেখিয়ে জনরোষের মুখে কেক না কাটলেও সুযোগ পেলে যে তিনি কেক কাটতেন তাতে কোনো সন্দেহ নেই।

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গর্ত থেকে বেরিয়ে অনেকে লাফালাফি করেছিলেন। কিন্তু এখন তারা বুঝে গেছেন, ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব ভেঙ্গে গেছে।

তিনি বলেন, বিএনপি নেতা হাফিজ সাহেব, মামাবাড়ির আবদার করেন? সংসদকে অবৈধ রায় দিয়ে আরেকটা উপকার চান? কয়েকদিন পর আরেককাঠি এগিয়ে গিয়ে বলবেন- 'সুয়োমোটো' রায় দিয়ে আপনাদের হারানো ময়ুর সিংহাসনে বসিয়ে দিতে।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, প্রস্তুত হয়ে যান, এরা আবার ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ফিরে আসবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে : কাদের
X
Fresh