• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ষোড়শ সংশোধনীর বিষয়ে সরকার রিভিউ করতে প্রস্তুত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ আগস্ট ২০১৭, ১৫:৩৪

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। রায় রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের জন্য সরকার প্রস্তুত। শিগগিরই আবেদন করা হবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণের অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু পরিবারের ১৮০ টি দুঃস্থ শিশুর মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

আইনমন্ত্রী বলেন, আমরা রায়ের সঙ্গে একমত পোষণ করি না। কিন্তু রায়কে শ্রদ্ধা করি। রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আপত্তিকর কথা যেগুলো এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। প্রতিক্রিয়া দেখানো অন্যায় নয়।

গেলো ৩ জুলাই ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্ট। ১ আগস্ট প্রকাশ হয় পূর্ণাঙ্গ রায়। এ রায়ে বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ ছাড়াও শাসন ব্যবস্থা, সংসদসহ নানা বিষয় নিয়ে মন্তব্য করা হয়।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh