• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘রাজনৈতিক দলগুলোর সমঝোতার উদ্যোগ ইসির নয়’

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৭, ১৫:২১

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নেয়া নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। কাউকে নির্বাচনে আনতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না ইসি। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ইলেকট্রনিক মিডিয়া, অর্থাৎ টেলিভিশন, রেডিও ও অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ ছিল আজ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ হবে। আমরা তাদের কথা শুনবো। তারাও আমাদের কথা শুনবেন। কে আসবে আর কে আসবে না এ ব্যাপারে আমাদের কোনো ইস্যু থাকবে না।