• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১৫ আগস্ট ঢাবির সমাবর্তনে যোগ দেয়ার কথা ছিলো বঙ্গবন্ধুর (ভিডিও)

আতিকা রহমান

  ১৪ আগস্ট ২০১৭, ১২:২৯

১৯৭৫ এর ১৫ আগস্ট সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যাবার কথা ছিলো রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কিন্তু তার আগের দিন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা মঞ্চের সামনে ঘটে বোমা বিস্ফোরণ। এতে আইনশৃঙ্খলা বাহিনী ঐ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি মনযোগী হয়ে পড়ে। অন্য সবারও নজর চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। আর এ সুযোগটিই নেয় একদল বিশ্বাসঘাতক সেনা কর্মকর্তা ও ষড়যন্ত্রকারী।

হত্যার আগের দিন অর্থাৎ ১৪ আগস্ট অন্য দিনের মতো গণভবনে অফিস করেন বঙ্গবন্ধু। পরদিন বিশ্ববিদ্যালয়ে কী বক্তৃতা দেবেন তা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রাতে বাসায় ফেরেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার খবর দিতে রাতে বঙ্গবন্ধুর বাসায় যান ভাগ্নে শেখ মনি। সাক্ষাত শেষে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে বলে চলে যান শেখ মনি।

এরপর বঙ্গবন্ধুর বাড়িতে আসেন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত। রাতের খাবারের পর বৈঠক ঘরে বসে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে কথা হয়। কথা শেষে অনেক রাতে বিদায় নেন সেরনিয়াবাত।

সেই রাতেই সেনাবাহিনীর কিছু নীতিহীন উগ্র সদস্য একই সময় হামলা চালায় এ তিনজনের বাসায়। মানুষ রূপী কিছু রক্তপিপাসু দানবের গোপন ষড়যন্ত্রের নির্মম বলী হন বঙ্গবন্ধু, শেখ মনি ও আবদুর রব সেরনিয়াবাতসহ তাদের পরিবারের সদস্যরা।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বুয়েটে রাজনীতি চালু রাখার সিদ্ধান্তে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
বুয়েটে বঙ্গবন্ধুর ম্যুরালে ছাত্রলীগের শ্রদ্ধা
X
Fresh