• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১৮ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৭, ১৭:২৫

১৮ আগস্ট শুক্রবার থেকে ঈদের অগ্রিম টিকিট ছাড়া হবে। সকাল ছয়টা থেকে নিজ নিজ বাস কাউন্টারের নির্ধারিত স্থানে টিকিট বিক্রি হবে।

এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার।

ফারুক জানান, ২ সেপ্টেম্বরকে ঈদ ধরা হয়েছে। সে হিসেবেই ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা শুরু হবে। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ থাকবে ৩০ ও ৩১ আগস্ট। ৩১ আগস্ট শেষ কর্মদিবস।

তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে রাস্তা খারাপ তাই যাত্রী সংখ্যা এবার কম হবার কথা। এবারের ঈদে শীতাতপনিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি থাকবে।

যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হবে, সে জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি।

এদিকে, রেল মন্ত্রণালয় ট্রেনের অগ্রিম টিকিটের বিষয়ে এখনো দিন ঠিক করেনি। এ বিষয়ে সভা করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন রেল সচিব।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh