• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের বিস্তার ঘটেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৮

দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় জঙ্গিবাদের বিস্তার ঘটেছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছায় স্বাস্থ সেবা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মওদুদ বলেন, সরকার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেবে আশা করি, যাতে বিরোধী রাজনৈতিক দলসমূহ তাদের কর্মকাণ্ডে অংশ নিতে পারে। নতুবা ক্ষতি ক্ষমতাসীনদেরই হবে।

বিএনপির এ নেতা বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার শুধু জনগণের অধিকারও কেড়ে নেয়নি, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের সীমাহীন নির্যাতন করছে। গুম-অপহরণ ও মামলা দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী, চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh