• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সায়মা ওয়াজেদ পুতুলকে মন্ত্রিসভার অভিনন্দন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৭, ১৮:১৯

অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মান পাওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকের শুরুতে এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয় এবং অটিজম নিয়ে কাজ করে ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’পাওয়ায় সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

অটিজমে আক্রান্তদের কল্যাণে নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে গেলো ২৫ জুলাই প্রিন্সটন ক্লাব অব নিউইয়র্কে অনুষ্ঠিত নিউইয়র্ক ভিত্তিক শিশু অটিজম কেন্দ্র ও স্কুল সিমা কলাইনু এবং এর আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠান আই কেয়ার ফর অটিজমের বার্ষিক অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ পুতুলকে এ পুরস্কার দেয়া হয়। তাঁর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবনির্বাচিত আইরিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
X
Fresh