• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অন্য যেকোনো দলের চেয়ে বেশি ছাত্রলীগ সদস্যকে জেলে পাঠিয়েছি : জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৭, ২১:০০

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায়ে দু’জনের ফাঁসি বহাল রাখার পর নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয়।

বিশ্বজিৎ হত্যার রায়ের সংবাদের একটি লিংক শেয়ার করে তিনি লিখেন,

আমাদের আওয়ামী লীগ সরকার রাজনৈতিক সংশ্লিষ্টতাকে গুরুত্ব না দিয়ে জনগণকে ন্যায়বিচারের আওতায় নিয়ে এসেছে।

অন্য যেকোনো দলের চেয়ে আমরা বেশি ছাত্রলীগ সদস্যকে জেলে পাঠিয়েছি।

সংসদ সদস্য, মন্ত্রীদের আত্মীয়-স্বজন যারা অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে আমরা জেলে পাঠিয়েছি।’

রোববার বিশ্বজিৎ দাস হত্যা মামলায় দুই জনের ফাঁসি বহাল রেখে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের রায় দেন হাইকোর্ট।

এছাড়া ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন আদালত।

এর আগে নিম্ন আদালতে ৮ জনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh