• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাবেন ৫২ হাজার টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ আগস্ট ২০১৭, ১৯:১৫

আসন্ন ঈদুল আজহার আগেই প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে ৫২ হাজার করে টাকা পাবেন। জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতা চালু করা হয়েছে।

গেলো ঈদের বকেয়া উৎসব ভাতা, ৩ মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আজহার উৎসব ভাতাসহ মোট সাড়ে ৫২ হাজার টাকা করে প্রত্যেককে দেয়া হবে বলে জানান মন্ত্রী।

মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কাউন্সিলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম খান,

মো. সালাহ উদ্দিন, মো. আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমানসহ আরো অনেকে।

এমসি/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh