• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বি. চৌধুরীর বাসায় কয়েকটি দলের নেতার বৈঠক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ আগস্ট ২০১৭, ১১:৩৭

বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

বুধবার রাতে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর বারিধারার বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন সময়ের এক পর্যায়ে সেখানে গণমাধ্যম কর্মীদের ডেকে নেয়া হয়।

বৈঠকে অংশ নেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, আ স ম রবের স্ত্রী তানিয়া রব।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, বি. চৌধুরী একজন সাবেক রাষ্ট্রপতি, তিনি বিশিষ্ট ব্যক্তি, আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য আমি এসেছি। আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে।

অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী বলেন, যারা দেশ নিয়ে ভাবে দেশের কথা চিন্তা করে, তারা সবাই একসঙ্গে বসেছিলাম। আলাপ আলোচনা করেছি।

আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে তৃতীয় জোট গড়ার কথা বলে আসা এই রাজনীতিকদের বুধবারের বৈঠকে নতুন করে যোগ হয়েছেন জি এম কাদের। যার দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অংশ।

বি চৌধুরী, কাদের সিদ্দিকী ও রব ২০১৪ সালের নির্বাচনের আগে এনডিএফ জোট গঠন করেছিলেন।

এর আগে গেলো ১৩ জুলাই রাতে রবের উত্তরার বাসায় বি চৌধুরী, কাদের সিদ্দিকী, মান্না, সুব্রত চৌধুরীরা এক বৈঠকে মিলিত হয়। সে সময় বৈঠকে পুলিশ ‘বাধা’ দিয়েছিল।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh