• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৫৭ ধারা সাংবাদিক নির্যাতনের জন্য নয় : ইনু (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

  ২৬ জুলাই ২০১৭, ১৭:৪৬

৫৭ ধারা রাষ্ট্র ও জনগণের সাইবার নিরাপত্তার জন্য। সাংবাদিকদের উচ্ছেদ বা নির্যাতন করার জন্য নয়। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সকালে সাভারের আশুলিয়ার বড় কাঠগড়া এলাকায় পিকার্ড কমিউনিটি স্কুল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, সরকার রাষ্ট্র বা এমপি-মন্ত্রীদের সমালোচনার জন্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারার প্রয়োগ করা হয়নি। এই সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছে। তারা সরকার ও মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারছে।

গেলো মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠক শেষে ৫৭ ধারা নিয়ে একই কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীকে হয়রানি বা নির্যাতনের উদ্দেশে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার প্রবর্তন করা হয়নি। গণমাধ্যম কর্মীরা সঠিক নিয়ম-কানুনের মধ্যে থেকে যেন তাদের কাজ করতে পারেন সেজন্যই এ ধারা করা হয়েছে।

ওয়েজবোর্ড সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ওয়েজবোর্ড ঘোষণার পর তা বাস্তবায়নের জন্য সরকারের নজরদারি থাকে। কিন্ত সেই নজরদারিটা তখনই সম্ভব হয়, যাদের জন্য ওয়েজবোর্ড তাদের প্রতিনিধিরা যদি সৎভাবে ভূমিকা পালন করেন। এছাড়া আরো কিছু সমস্যার কারণে সব জায়গায় ওয়েজবোর্ড করা সম্ভব হয়ে উঠে না।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh