• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফলাফল পক্ষে নিতে সহায়ক সরকারের বিরোধিতা : ফখরুল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৭, ১৭:০৩

আসছে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে ভোটের সময় সহায়ক সরকারের বিরোধিতা করছে আওয়ামী লীগ। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বরিশালের অশ্বিনীকুমার টাউন হলে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, একাদশ সংসদের ভোট আওয়ামী লীগ নিরপেক্ষ হতে দেবে না। আর সেই জন্যে তারা সহায়ক সরকারের বিরোধিতা করছে। র‌্যাব, পুলিশ ব্যবহার করে নিজেদের পক্ষে সুবিধা নিতে দলীয় সরকারের অধীনে ভোট চায় দলটি।

ক্ষমতাসীনদের ইচ্ছে নিজেদের অধীনে ভোট করে ফের সরকার গঠন করা। কিন্তু আওয়ামী লীগের এ ইচ্ছা এবার আর বাস্তবায়ন করতে দেয়া হবে না।

বিএনপির মহাসচিব বলেন, আসছে নির্বাচন সামনে রেখে একটা ধূম্রজাল তৈরি করছে আওয়ামী লীগ। দলটি এখন বিরোধী দলের ওপর সবচে’ বেশি দমন-পীড়ন করছে।

তিনি বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি। জনগণ আমাদের বলছে, তারা আর ২০১৪ সালের ৫ জানুয়ারির মত ভোট চায় না। তারা নিজেদের সাংবিধানিক অধিকার ফিরে চায়।

এ দেশে আর কোনো একদলীয় নির্বাচন মেনে নেয়া হবে না। সরকার বলছে সংবিধানের বাইরে কিছু হবে না। কিন্তু তারা তো নিজেদের স্বার্থে সংবিধান সংশোধন করেছে। সংবিধানের এই সংশোধনে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh