• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সিদ্ধান্ত : বিটিআরসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৭, ২৩:০৫

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এ লক্ষ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি অপারেটর নিয়োগে লাইসেন্স দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

উদ্যোগ নেয়ার প্রায় সাড়ে ৩ বছর পর এটা বাস্তবায়ন হতে যাচ্ছে। আসছে সেপ্টেম্বর থেকে গ্রাহকরা এ সুবিধা পাবেন। এর আগে এটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন দেয়া হয়।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, বহু প্রতীক্ষিত এই এমএনপি সেবা শিগগিরই শুরু করা যাবে।

তিনি বলেন, লাইসেন্সের জন্য দামভিত্তিক কোনো নিলাম হবে না। ১০ কোটি টাকা ফিতে একটি প্রতিষ্ঠান ১৫ বছরের জন্য এই লাইসেন্স পাবে।

তিনি বলেন, যে প্রতিষ্ঠানকে এই লাইসেন্স দেয়া হবে তাকে বেছে নেয়া হবে আবেদনকারীদের মধ্যে বিউটি কনটেস্ট এর মাধ্যমে। এ প্রক্রিয়ায় একটি কমিটি থাকবে।

এর মধ্য থেকে আবেদনকারীদের আর্থিক সামর্থ্য, কারিগরি দক্ষতা, অভিজ্ঞতার মত বিষয়গুলো নির্দিষ্ট মানদণ্ডে যাচাই-বাছাই করে একটি প্রতিষ্ঠানকে লাইসেন্সের জন্য নির্বাচিত করা হবে।

এমএনপি লাইসেন্সের আবেদনে যেসব শর্ত থাকবে সেগুলো হলো-

১. যে কোনো বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ লাইসেন্সের আবেদন করতে পারবে। এককভাবে কোনো বিদেশি প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না।

২. বাংলাদেশি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের ক্ষেত্রে বিদেশি কোম্পানির মালিকানা ৫১ শতাংশের বেশি হতে পারবে না। তবে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ক্ষেত্রে এ নিয়েম প্রযোজ্য হবে না।

৩. কোনো মোবাইল ফোন অপারেটর বা তাদের পরিচালক বা শেয়ারহোল্ডার বা শরিকরা এ লাইসেন্স আবেদন করতে পারবে না।

৪. আগ্রহী প্রতিষ্ঠানের এক বা একাধিক দেশে কমপক্ষে এক কোটি গ্রাহককে তিন বছর এমএনপি সেবা দেয়ার অভিজ্ঞতা থাকতে হবে।

৫. ২৩ অগাস্টের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান বরাবর এ আবেদন পাঠাতে হবে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
মোবাইল ভেঙে ফেললেন বাবা, ফাঁস নিল মেয়ে
মোবাইল ব্যবহারে দেশে পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা
ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ
X
Fresh