• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিদ্দিকুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা : আইজিপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৭, ২১:৪১

সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান আহত হওয়ার ঘটনায় কোনো পুলিশ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। জানালেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

সোমবার পল্টনে বাংলাদেশ কাবাডি লীগের অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, সিদ্দিকুর আহত হওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ওই ঘটনায় বাহিনীর কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

শহীদুল হক বলেন, পুলিশ একটি বড় বাহিনী। এখানে কিছু অতি উৎসাহী সদস্য আছে। যদি তাদের দ্বারা এ ঘটনা ঘটে থাকে এবং তদন্ত কমিটি প্রমাণ পায় তাহলে তাকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, শাহবাগের ঘটনায় সত্য বের করতে নিরপক্ষে তদন্ত করা হবে। কারণ এখানে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। পুলিশ বলছে তারা সিদ্দিকুরকে আঘাত করেনি। সাধারণত টিয়ারশেল ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরের দিকে ছোড়া হয়।

গেলো বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেন। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং লাঠিপেটা করে। তখনই সিদ্দিকুর আহত হন।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh