• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএনও গাজী তারিক সালমনের ঘটনা

বরিশাল-বরগুনার জেলা প্রশাসক প্রত্যাহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৭, ১৬:৩৯

ইউএনও গাজী তারিক সালমনের ঘটনার পরিপ্রেক্ষিতে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক (ডিসি) বশিরুল আলমকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার এ দুই ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউসুফ হারুন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাহারের কার্যক্রম রোববার থেকেই চলছিল। আজ প্রধানমন্ত্রী প্রস্তাবে সায় দেয়ায় তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটি আগামি ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

এদিকে, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমানকে বরগুনায় এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানকে বরিশালে জেলা প্রশাসক করা হয়েছে।