• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের চিন্তা সরকারের নেই : কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৭, ১৮:৫২

সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। বিএনপিকে বাদ দিয়ে ফাঁকা মাঠে গোল দেয়ার কোনো চিন্তা সরকারের নেই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিরোধীদল ছাড়া রাজনীতি হয় না। আমরা এটা চাই না। আমরা চাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক। রাজনীতিতে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকবেই।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতির মাঠে থাকতে হলে অবশ্যই সাহসের প্রয়োজন। যা তারেক রহমানের নেই। সাহস থাকলে বিদেশে পড়ে থাকতেন না। দেশে থেকেই রাজনীতির মাঠে দৌড়াতেন।

আর ১৪ দলীয় জোট সম্পর্কে তিনি বলেন, আমরা যোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেব। এখন শরিকদের প্রার্থী যদি যোগ্য না হয় তাহলে নির্বাচনে হেরে যাবো। কাজেই এ বিষয়ে বলার সময় এখনো হয়নি।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh