• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজনীতিবিদরা প্রতিহিংসা-হানাহানিতে জড়াচ্ছেন : ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুলাই ২০১৭, ২১:১৮

রাজনীতিবিদরা প্রতিহিংসা ও হানাহানিতে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদ আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

বাবা মির্জা রুহুল আমীনের রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আমার বাবার রাজনৈতিক মতাদর্শের বিপরীতে অবস্থান করেছিলাম। কিন্তু বাবা কখনো আমাকে বাধা দেননি। এর কারণ তিনি চাইতেন নতুন প্রজন্ম রাজনীতিতে আসুক।

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

এসময় মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্মৃতি পরিষদের প্রকাশনা স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মির্জা ফখরুল।

এর আগে মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র ৫০টি পরিবারের মধ্যে সেলাইমেশিন বিতরণ করেন মহাসচিবের ছোট ভাই পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমীন।

মির্জা রুহুল আমীন এরশাদ সরকারের আমলে মৎস্য, পশুসম্পদ ও কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দিলে কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পান।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh