• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১২শ' শিক্ষার্থীকে আসামি করে পুলিশের হত্যাচেষ্টা মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুলাই ২০১৭, ১৭:০৪

রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় হত্যাচেষ্টা মামলা করেছে পুলিশ।

এতে আসামি করা হয়েছে ১২শ' অজ্ঞাতনামা শিক্ষার্থীকে।

শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেয়া এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে। শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া ৭টি কলেজের শিক্ষার্থীরা।

একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় তাদের লাঠিপেটা করা হয়। এতে ক'জন শিক্ষার্থী আহত হন। আটক করা হয় ১৩ জনকে।

সংঘর্ষের সময় সিদ্দিকুর রহমান নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর চোখে মারাত্মক আঘাত লাগে। পরে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।

ওসির দাবি, শিক্ষার্থীরা পুলিশের দিকে ফুলের টব ছুড়ে মারার সময় সিদ্দিকুর চোখে আঘাত পান।

তবে আন্দোলনের মুখে বৃহস্পতিবারই অধিভুক্ত কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিশ দেয়া হয়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh