• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাপা আর গৃহপালিত বিরোধীদল নয়: এরশাদ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুলাই ২০১৭, ২০:১০

সংসদে সরকারের সব কাজের সমর্থন করে যেতাম বলে মানুষ আমাদেরকে গৃহপালিত বিরোধী দল বলত। কিন্তু ইসলামী মহা ঐক্যজোট গঠনের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। জনগণ আমাদের নিয়ে নতুনভাবে চিন্তা করছে। এখন আর আমরা গৃহপালিত বিরোধী দল নই। এখন আমরা সামনের সারির দল।

বললেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার রাজধানীর স্থানীয় এক হোটেলে ঢাকা উত্তর জাতীয় পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাপা ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, জাপাকে এখন গুণতে হবে। জাপা ছাড়া আসছে নির্বাচন হবে না। আমরা ঠিক মতো কাজ করতে পারলে আগামীতে ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন প্রয়োজন আর এই পরিবর্তনটা জাতীয় পার্টি এনে দিতে পারে বলেও জানান তিনি। একইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির জন্য দলের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান এই নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার প্রমুখ।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
X
Fresh