• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঈদ আসে ঈদ যায়, ফিরে আসে না বাবা-মায়ের আদর (ভিডিও)

মুক্তা মাহমুদ

  ২৭ জুন ২০১৭, ১৯:৪৫

ঈদ আসে, ঈদ যায়। তবে ফিরে আসে না, মায়ের আদর। বাবার স্নেহ। বলা হচ্ছে সেসব শিশুদের কথা, যারা শৈশবেই হারিয়েছে বাবা-মাকে। যাদের ঠিকানা এখন অনাথ আশ্রমে।

সমাজের আর দশটা শিশুর মতো তাদের ঈদের আনন্দ হয় না। তাদের আনন্দটা একটি সীমানার মধ্যেই বন্দি থাকে।

রাস্তায় বের হলে বা জানালার ফাঁক দিয়ে যখন অন্য শিশুদের বাবা-মায়ের হাত ধরে ঘুরতে দেখা যায়, তখন তাদেরও মন চায় এমন করে ঘুরতে।

চোখে যতটুকু দেখে, ততটুকুই তারা অনুভুব করতে পারে। বাবা-মায়ের আদরের ব্যাপ্তিটা যে আরো অনেক বেশি তা হয়তো তারা জানেই না।

গায়ে নতুন জামা। হাতে মেহেদি, রাঙানো ঠোঁট। শত কষ্টের মাঝেও ঈদ আনন্দে নিজেকে আন্দোলিত করার চেষ্টা এ অনাথ শিশুদের।

তাদেরও ভাল লাগে মায়ের হাতের রান্না খেতে, দেখতে ইচ্ছা হয় বাবাকে কাছে পেতে। কিন্তু বিধির যে বাম! মা মারা গেছেন, বাবা থেকেও যে নেই।

ছোটবেলায় বাবা-মায়ের কোল হারানো অনেক অনাথ শিশু-কিশোরদের এখন আজিমপুর শিশু সদনই সবকিছু। বাবা-মায়ের চেহারাও অনেকের মনে নেই। তাই তাদের বাবা-মায়ের কথা বলতেই, ভারী হয়ে আসে এ শিশু-কিশোরদের কণ্ঠ।

ভাগ্যের পরিহাস বা নিয়তি, যাই হোক না কেন, পরিবারের আদর-যত্ন থেকে বঞ্চিত এসব শিশুদের আনন্দ ধরে থাক, সারাটা জীবন। অনাথ আশ্রম নয়, বাবা-মায়ে কোলই হোক তাদের আশ্রয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh