• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দিনভর বিনোদনকেন্দ্রগুলোতে ছিলো উপচেপড়া ভিড়

সিয়াম সারোয়ার জামিল

  ২৬ জুন ২০১৭, ২০:৩৫

বছরজুড়ে রাজধানী কর্মব্যস্ত থাকলেও ঈদুল ফিতরের ছুটিতে এখন ঢাকা ফাঁকা। নেই যানজট, নেই কোলাহল। ঈদের দিন নগরবাসী পরিবার-পরিজন নিয়ে ঘুরেছেন। অনেকেই ভিড় করেছেন বিনোদন কেন্দ্রগুলোতে। দিনভর রাজধানীর প্রতিটি বিনোদনকেন্দ্র ছিল শিশু-কিশোর, তরুণ-তরুণীদের দখলে।

রাজধানী ঘুরে দেখা গেছে, হাতিরঝিল, রমনা পার্ক, মিরপুর জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বলধা গার্ডেন, ধানমন্ডি লেক, সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ড, সংসদ ভবন চত্বর, শেরেবাংলা নগরের ক্রিসেন্ট লেক, চন্দ্রিমা উদ্যান, বুড়িগঙ্গা ব্রিজ, ষাট ফিট, ৩০০ ফিট, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বসুন্ধারা সিনেপ্লেক্সসহ সব বিনোদন কেন্দ্রগুলো ছিলো লোকে লোকারণ্য।

শ্যামলীর শিশু পার্কে আসা স্কুল ছাত্রী স্পৃহা রিজভী জানান, খুব ভাল লাগছে। ফাঁকা ঢাকা। আগে কখনো ঢাকায় ঈদ করিনি। এবারই প্রথম। দারুণভাবে উপভোগ করছি।

বনশ্রীর আব্দুল হাকিম জানালেন, দিনভর অফিসের কাজে ব্যস্ত থাকি। সন্তানদের নিয়ে ঘুরতে যাওয়া হয় না। এবার জাদুঘরে এসেছি সন্তানদের নিয়ে।

স্ত্রী বিলকিস হোসেনকে নিয়ে ধানমন্ডি লেক ঘুরতে এসেছেন প্রকৌশলী সিফাত কোরাইসি। তিনি জানালেন, ওর অনেক দিনের ইচ্ছা এখানে আসবে। ঈদের ছুটির সুযোগে চলে এলাম। অনেক মানুষ। কিন্তু বেশ ভাল লাগছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদিতা আনিশা বলেন, রাজধানীর বিনোদন কেন্দ্র হিসেবে আসলে হাতিরঝিলের জুড়ি নেই। তবে আবহাওয়া গরম থাকায় বেগ পোহাতে হচ্ছে। আইসক্রিম খেয়ে শরীর ঠাণ্ডা করতে হয়েছে। ঈদের দিনে ঘুরতে পারাটা ভীষণ মজার।

এবারের ঈদে মুক্তি পেয়েছে ৩ টি ছবি। রাজধানীর হলগুলোতে চলছে সেই ছবি রেশ। সকাল থেকেই দেখা গেছে টিকেট কাউন্টারগুলোতে দর্শকদের লাইন। বসুন্ধরা সিনেপ্লেক্সের সব টিকেটই বিক্রি হয়ে গেছে। আসন ফাঁকা ছিল না।

এদিকে মিরপুর চিড়িয়াখানাতেও দেখা গেছে দর্শকদের ভিড়। শিশুরা দিনের কিছু অংশ কাটিয়েছেন পশু-পাখিদের সঙ্গে।

এছাড়া আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দনপার্কেও প্রচুর দর্শনার্থী ছিল বলে আরটিভি অনলাইনের সাভার প্রতিনিধি জানিয়েছেন। এখানকার রাইডগুলো ছিল কানায় কানায় পরিপূর্ণ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh