• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশের রাজনীতিতে সংযমের অভাব : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৭, ১৪:২৯

দেশের রাজনীতিতে সংযমের অভাব রয়েছে। দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে আজকের এই পবিত্র দিনে রাজনীতিবিদদের শপথ নিতে হবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (সোমবার) সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়কালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকবে, একেকজনের মতাদর্শ একেক রকম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্য থাকতে হবে।

তিনি বলেন, স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনতে ঈদের দিনে রাজনীতিবিদদের শপথ নিতে হবে।

এ সময় আওয়ামী লীগে সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, পৌর মেয়র জহিরুল হক রায়হান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh