• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গণভবনে চলছে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৭, ১০:৪৩

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। প্রতিবারের মতো এবারও গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দলের নেতাকর্মী, পেশাজীবী ও সবস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১১টা পর্যন্ত এসব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর তিনি বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ বিভিন্ন বিচারপতি, বিদেশি কূটনীতিক, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, শেখ হাসিনা প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh