• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকায় ঈদের জামাত কোথায় কখন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৭, ১৮:৪৬

ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে এ জামাত হবে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে।

এদিকে নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ২ সিটি করপোরেশন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত জায়গায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জাতীয় ঈদগাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠসহ ২৩০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬টি ওয়ার্ডের ১৮০টিসহ মোট ৪১০ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী আবুল হাসেম ও ডিএনসিসির সমাজকল্যাণ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ তথ্য জানান।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৪টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আর উত্তর সিটি করপোরেশনে প্রতি ওয়ার্ডে ৫টি করে জামাত অনুষ্ঠিত হবে। এজন্য প্রত্যেক কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হয়েছে সুষ্ঠুভাবে ঈদ জামাতের ব্যবস্থা করতে। বর্ষা মৌসুমে মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেজন্য বিশেষ শামিয়ানার ব্যবস্থা থাকছে।

জাতীয় ঈদগাহে নারীদের জন্য থাকবে আলাদা জায়গা। জাতীয় ঈদগাহে একসঙ্গে ১ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া বায়তুল মুকাররমে পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একমাত্র জামাতটি সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। বনানী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি ঈদের জামাত হবে। প্রথমটি সকাল ৮টায় ও দ্বিতীয়টি সকাল ৯টায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটক–সংলগ্ন মাঠে ও শহীদুল্লাহ হলের লনে সকাল ৮টায় দুটি আলাদা জামাত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদে জামাতের নির্ধারিত সময়ও সকাল ৮টা। নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল সাড়ে ৮টায়, অন্যটি সকাল সাড়ে ১০টায়। নয়াপল্টন জামে মসজিদে জামাতের নির্ধারিত সময় সকাল ৮টা। ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের একটি জামাত হবে সকাল ৮টায়।

দেওয়ানবাগ শরিফের বাবে রহমতে ৩টি ঈদের জামাত হবে। প্রথম জামাতটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৯টায় ও শেষ জামাতটি সকাল ১০টায় হবে।

কারওয়ান বাজার আম্বর শাহ শাহী জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে হবে। পুরান ঢাকার তারা মসজিদের দুটি জামাতের একটি হবে সকাল ৮টায়, অন্যটি সকাল ৯টায়। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয়টি সকাল ৯টায়।

যাত্রাবাড়ীর ধলপুর নারিকেল বাগান মসজিদেও জামাত হবে দুটি। একটি সকাল আটটায়, অন্যটি সকাল নয়টায়। লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সোয়া সাতটায়। এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদের জামাত সকাল আটটায়।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা ও সকাল সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে গেন্ডারিয়া ঈদ কমিটির উদ্যোগে জামাত হবে সকাল ৮টায়। সকাল ৯টায় পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদ জামাত কমিটির উদ্যোগে জামাত হবে পূর্বগ্রাম-বাউলিয়াপাড়া ঈদগাহ মাঠে।

হাজারীবাগ কেন্দ্রীয় ঈদ জামাত পরিচালনা কমিটির উদ্যোগে হাজারীবাগ পার্কে দুটি জামাত হবে। এর একটি সকাল ৭টায়, আরেকটি সকাল ৮টায়। এ ছাড়া বাড্ডানগর জামে মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৭টায়। শাহ্ মস্তান জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৮টায়।

মোহাম্মদপুর মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় প্রথম জামাত হবে সকাল আটটায়, দ্বিতীয়টি সকাল নয়টায়। পল্লীমা সংসদ ময়দানে জামাত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে।

পশ্চিম আগারগাঁওয়ের দারুল ইমান জামে মসজিদে সকাল ৮টায়, ডেমরার ডগাইরবাজার কবরস্থান ঈদগাহ মাঠে সাড়ে ৮টায়, বংশাল আহলে হাদিস বড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বাসাবো ছায়াবীথি জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ বাসাবো বালুর মাঠে সকাল সোয়া ৭টায় ও সাড়ে ৮টায় ঈদ জামাত হবে।

এছাড়া মুগদার মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পৌনে ৮টায়, দক্ষিণ মুগদাবাগ ব্যাংক কলোনীর রসুলবাগ জামে মসজিদে সাড়ে ৭টা ও সাড়ে ৯টায় দুটি জামাত হবে।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh