• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১০ বছরের মধ্যে সবচে’ কম যানজট : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০১৭, ১৫:৫৪

গেলো ১০ বছরে ঈদে ঘর মুখো মানুষের যাত্রায় যে যানজট হয়েছে এবার তা সবচেয়ে কম। তবে যানবাহন চলছে ধীরগতি। কিন্তু সেটা সহনীয় পর্যায়ে রয়েছে। বললেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, আগেকার যে কোনো সময়ের চেয়ে এবারে মহাসড়কে যাত্রার মান ভালো ও ভোগান্তি কম। ঈদে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় চন্দ্রায় যে দীর্ঘ জট লেগে থাকতো গেলো ১০ বছরের চেয়ে এবার সেটাও কম। আজো অনেক জায়গায় রাস্তায় কিছুটা ধীরগতি আছে তবে এটা অতিরিক্ত চাপের কারণে। আশা করি, জনগণ সেটা মেনে নেবে।

এ সময় ওবায়দুল কাদের ঈদে নাড়ীর টানে ঘরমুখী মানুষকে ট্রাক-বাসের ছাদে ভ্রমণ না করার জন্য আহ্বান জানান।

এদিকে আজ রংপুরে সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের। এ ঘটনায় যাত্রী সাধারণ ও চালকদের যাত্রাপথে ‘আরও সতর্ক’ হবার আহ্বান জানান যোগাযোগমন্ত্রী।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সড়ক বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেন ও সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহাসড়ক পরিদর্শনের পর মন্ত্রী সারা দেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh