• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোথাও যানজট নেই : কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুন ২০১৭, ২২:৫৬

এবারের ঈদে ঘরমুখী মানুষের যাত্রায় ভোগান্তি কম হচ্ছে। সবাই স্বস্তিতে যানজট ছাড়া বাড়ি যাচ্ছে। আজ পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশের কোথাও যানজট নেই। দু'একটি জায়গায় ধীরগতি আছে। কোথাও গাড়ি থেমে নেই। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির ৫০টি গাড়ি সংরক্ষিত রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোথাও গাড়ি পাঠাতে বলেনি। কারণ, রাস্তায় গাড়ি আটকে থাকলে হাতে রাখা গাড়ি পাঠানো হয়। আর এবার সেই চাপ নেই।

কাদের বলেন, ‘কেউ কৃত্রিম সংকট সৃষ্টি যাতে না করে, সে ব্যাপারে আমি বাস মালিকদের সঙ্গে কথা বলেছি। কোনো অভিযোগ এলে আপনারা সরাসরি আমার দুজন পিআরও (তথ্য কর্মকর্তা) আছেন, তাঁদের কাছে জানাবেন, ব্যবস্থা নেব।’

এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের সায়েদাবাদ বাস টার্মিনালের জনপথ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েকটি পরিবহনের টিকিট কাউন্টার পরিদর্শন করেন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে খোঁজখবর নেন। এরপর তিনি রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh