• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হামলার ঘটনা ভিন্ন দিকে নিতে পাল্টা মামলা : মওদুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুন ২০১৭, ১৬:১৯

রাঙামাটিতে যাবার পথে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনাকে ভিন্ন দিকে নিতে আরেকটি মামলা করা হয়েছে। এটা আওয়ামী লীগের একটা দুরভিসন্ধিমূলক কৌশল।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, অপরাধ করলো ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকরা। যা ভিডিও ফুটেজের মাধ্যমে সবাই দেখেছে। কারা কারা সেখানে গাড়ি বহরে হামলার সময় সেখানে ছিলো। সবার ছবি, মানুষের চেহারা স্পষ্টভাবে দেখা গেছে।

হামলাকারী সবাই ছিলো আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের সদস্য। এটা গোটা দেশের মানুষ দেখেছে।

মওদুদ আহমদ বলেন, মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ নিন্দা জানিয়েছে। আর অন্যদিকে ঘটনা ভিন্ন দিকে নিতে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ দলীয় ক্যাডারকে সিএনজির ড্রাইভার বানিয়ে বিএনপি নেতাদের নামে বানোয়াট, ভিত্তিহীন মামলা করিয়েছেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ‌দুরভিসন্ধিমূলক।

মওদুদ বলেন, আওয়ামী লীগের স্বভাব তো আমরা জানি। তারা নিজেরা অপরাধ করে আর বিরোধীদলের নামে আরেকটা মামলা দাঁড় করায়। কারণ আদালতে গেলে সুবিধা পায় তারা।

গেলো ১৮ জুন রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দিতে যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় হামলার মুখে পড়ে বিএনপির প্রতিনিধি দল।

হামলার ঘটনায় বিএনপির মামলার পর বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে রাঙ্গুনিয়ার বিএনপির নেতাকর্মীদের আসামি করেন পাল্টা মামলায় করেন এক অটোরিকশা চালক।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh