• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফখরুলের গাড়িবহরে হামলা: বিএনপির বিরুদ্ধে পাল্টা মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২২ জুন ২০১৭, ২০:৪২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহর থেকে এক সিএনজি চালককে মারধরের অভিযোগে ২৬ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে।

মামলায় আরো ১২ জন অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে।

দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলা করেন সিএনজি চালক মহসিন।

বাদির আইনজীবি এডভোকেট দিদারুল আলম আরটিভি অনলাইনকে জানান, গেলো ১৮ জুন রাঙ্গামাটি যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহর থেকে একটি গাড়ি রাঙ্গুনিয়া ইছাখালী এলাকায় মহসিনের সিএনজিকে ধাক্কা দেয়।

এর প্রতিবাদ জানালে গাড়ি থেকে নেমে বিএনপি নেতা-কর্মীরা সিএনজি চালককে মারধর করে।

এসময় স্থানীয় বিএনপি নেতারাও মহসিনকে মারধর করে। পরে স্থানীয় লোকজন মহসিনকে উদ্ধার করলেও বিএনপি নেতা কর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে মহসিন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

সুস্থ হয়ে মহসিন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নিদের্শ দিয়েছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh