• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিআরটিসির বিশেষ বাস সার্ভিস আজ থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০১৭, ১০:৩৭

ঈদ মানে খুশি আর আনন্দ। পরিবারের সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়েন লাখো কর্মব্যস্ত মানুষ। কিন্তু প্রতিবছর ঈদ যাত্রা হয় এসব মানুষের জন্য ভোগান্তির অপর নাম।

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা সহজ ও সুন্দর করতে সবসময় বিশেষ ব্যবস্থা নেয় সরকার। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঘরে ফেরা মানুষের যাত্রা সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি।

২২ জুন বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের বিশেষ ঈদ সার্ভিস চালু হয়। বিআরটিসির এ বিশেষ সার্ভিস চলবে আসছে ২৯ জুন পর্যন্ত।

এর আগে গেলো ২০ জুন থেকে ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতলবাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে বিআরটিসির অগ্রিম টিকিটের ব্যবস্থা চালু হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে বুধবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh