• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেজিতে চালের দাম কমবে ৬ টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জুন ২০১৭, ১৫:৩১

চালের আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চালের ওপর আমদানি শুল্ক ১৮ শতাংশ কমলে কেজি প্রতি দাম কমবে ৬ টাকা। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে সভাকক্ষে তিনি এ কথা বলেন।

তোফায়েলে আহমেদ বলেন, চালের ওপর আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এটা করা হয়েছে। আজকালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, আগে চাল আমদানি করতে শুল্ক দেয়া লাগত ২৮ শতাংশ। এখন সেটা পরিশোধ করতে হবে ১০ শতাংশ। ফলে প্রতি কেজি চালের দাম কমবে কমপক্ষে ৬ টাকা।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে চালের কোনো সংকট নেই। কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। ফলে রমজানের মধ্যে কিছুটা দাম বেড়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।

সরকার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। কিন্তু কয়েকজন বড় ব্যবসায়ী আমাদের সহযোগিতা করেননি। তার পরও বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh