• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সোমবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ জুন ২০১৭, ২৩:১০

  • জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
  • আন্তর্জাতিক হলি কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বিশ্বজয়ী হওয়ায় বাংলাদেশি কিশোর হাফেজ তারিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া এই হাফেজকে কিছু ঈদ উপহারও প্রদান করেছেন তিনি।
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
  • লন্ডনের একটি মসজিদের সামনে পথচারীদের ওপর গাড়ী হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত বলে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।
  • চালের বাজার স্থিতিশীল করতে ব্যাংক হিসাবে টাকা না থাকলেও বাকিতে চাল আমদানি করতে ঋণপত্র খুলতে পারবেন ব্যবসায়ীরা। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাবেন তারা। সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকগুলোকে এ পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
  • আশা করা হয়েছিল এবারও ঈদের ছুটি বাড়বে। সরকারি কর্মকর্তা-কর্মচারিরা ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৬ দিন পাবেন। কিন্তু সে আশার গুড়ে বালি। বাড়ানো হয়নি ছুটি। ফলে ৩ দিনের ছুটি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।
  • সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হালিমুল হক মীরুকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ।
  • ফের পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ। নতুন দিন আসছে ৩০ জুলাই।
  • ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলিত নেতা রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh