• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দ্বিগুণ হচ্ছে ঈদের ছুটি!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০১৭, ০৮:৪২

ঐচ্ছিক ছুটি কমিয়ে দুই ঈদের ছুটি দ্বিগুণ করার উদ্যোগ নিচ্ছে সরকার। অর্থাৎ ৩ দিনে পরিবর্তে এই ছুটি ৬ দিন করা হতে পারে।এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এটি উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই এটি কার্যকর হতে পারে। তবে বিষয়টি মন্ত্রিসভার আলোচ্যসূচিতে রাখা হয়নি বলে জানা গেছে।

আর প্রস্তাবটি অনুমোদন পেলে এবার ঈদের ছুটি শুরু হবে ২৪ জুন শনিবার থেকে। শেষ হবে ২৯ জুন বৃহস্পতিবার। ছুটির পর দুদিন সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে ছুটি মিলবে ৯ দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঈদে ছুটি বাড়ানোর প্রস্তাব তৈরি করা হয়েছে।