• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘প্রবৃদ্ধি বাড়লেও পর্যাপ্ত কর্মসংস্থান হচ্ছে না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৭, ২২:০৩

বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ছে না। তাই প্রবৃদ্ধি বাড়লেও পর্যাপ্ত কর্মসংস্থান হচ্ছে না। বললেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত ‘সিপিডি বাজেট সংলাপ ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যক্তি খাতের যে অংশগ্রহণ থাকার কথা ছিল তা থাকছে না। বাজেট বাস্তবায়ন না হবার জন্য বড় মন্ত্রণালয়গুলোর সক্ষমতা না থাকাও একটি বড় কারণ।

প্রবৃদ্ধিকে তিনি দু’ইঞ্জিনের সঙ্গে তুলনা করে বলেন, সরকারি বিনিয়োগের ইঞ্জিনটা চললেও বেসরকারি ইঞ্জিনটা চলছে না। সরকারি বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি হচ্ছে। ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ছে না।