• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘বাজেটের দুর্বলতা নিয়ে সংসদে আলোচনা দরকার’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৭, ১৩:৩৩

দেশে কোনো কার্যকর বিরোধী দল নেই, তাই বাজেট নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। অর্থ মন্ত্রণালয় বাজেট তৈরি করে আর প্রধানমন্ত্রী সেটা দেখে দেন, এজন্য বাজেটের দুর্বলতা নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।

আজ শনিবার রাজধানীর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর ‌‘বাজেট সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নতুন ভ্যাট আইন নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে বেশিরভাগ ব্যবসায়ী তাদের হিসাব ঠিকভাবে রাখেন না। বেশিরভাগই শিক্ষিত নন। তাহলে কীভাবে তারা এ হিসাব রাখবেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে ভেবে দেখতে হবে।’

বাজেটে স্বাস্থ্য খাতের কথা বলতে গিয়ে আকবর আলি খান বলেন, ‘রেল যোগাযোগের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে হয়নি কেন। স্বাস্থ্যের জন্য তো আমাদের আলাদা চয়েস নেই। এখানে তো অন্য কোথাও যাবার সুযোগ নেই। কিন্তু রেলে না গিয়ে সড়কপথে যাওয়া যায়, নদীপথে যাওয়া যায়। তাছাড়া আমাদের কোয়ালিটি শিক্ষা দিতে হবে। বিশেষ করে টেকনিক্যাল শিক্ষা ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থা উন্নত করতে হবে।’

কি-নোট পেপারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে বিদ্যু বিলের সঙ্গে ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এছাড়া গ্যাসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ভ্যাট হার ১২ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির চেয়ারপারসন রেহমান সোবহান প্রমুখ।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh