• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এবার ঈদের ছুটি কয়দিন?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুন ২০১৭, ১৯:৫৩

নিয়মানুযায়ী ঈদ উল ফিতরের ৮ দিনের ছুটি হলেও টানা ১০ দিনের ঈদের ছুটিতে যেতে পারে দেশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত শবে কদরের ১ দিন, ঈদুল ফিতরের ৩ দিন এবং ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটি ৩ দিনসহ মোট ৮দিন ছুটি থাকার কথা।

তবে ২৮ ও ২৯ জুন ২ দিন সরকারি অফিস-আদালত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলে মোট ছুটি ১০ দিনে গড়াবে।

সূত্র জানায়, এ বছর রোজা ২৯টি হলে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

যদি ২৫ জুন রোববার ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর পালিত হবে ২৬ জুন সোমবার। আর রোজা ৩০টি হলে ঈদুল ফিতর পালিত হবে ২৭ জুন মঙ্গলবার।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহামম্মদ শফিউল আলম জানান, নির্বাহী আদেশের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

তবে আগামী সপ্তাহের শেষ দিকে বিষয়টির নিস্পত্তি হবে।'

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh