• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্যাংকে লাখ টাকার বেশি থাকলে গুণতে হবে ৮০০ টাকা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০১৭, ১৯:৫৫

এক লাখ টাকার ঊর্ধ্বে ব্যাংক অ্যাকাউন্টের জন্য আবগারি শুল্কের ( এক প্রকার পরোক্ষ কর যা দেশজ উৎপাদনের ওপর আদায় করা হয়ে থাকে) হার বাড়ছে ৩০০ টাকা। যা আগে ছিল ৫০০ টাকা। ফলে বাজেট প্রস্তাবণায় এক লাখ টাকার বেশি আবগারি শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৮০০ টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব উপস্থাপন করেন।

নতুন অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।

বর্তমানে ১ লাখ টাকার ঊর্ধ্বে ১০ লাখ টাকাতেও ৫০০ টাকা আবগারি শুল্ক রয়েছে।

এ শুল্কহার বাড়িয়ে ৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১০ লাখ টাকার ঊর্ধ্ব থেকে ১ কোটি টাকা পর্যন্ত ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ২ হাজার ৫০০ টাকা, ১ কোটি টাকার ঊর্ধ্ব থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৭ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার ঊর্ধ্বে বিদ্যমান ১৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

শুল্ক বাড়ানোর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এট অল লেভেলস’নীতি ও দেশের ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতির উন্নতির ফলে ব্যাংকিং খাতে লেনদেনের আকার ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এ বিবেচনায় রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট, ১৯৯৪ এ সংশোধনীর মাধ্যমে শুল্ক বৃদ্ধির এ প্রস্তাব করা হয়।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh