• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আজ থেকে দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়লো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০১৭, ১১:১২

গেলো ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে।

বিইআরসি দুই ধাপে ৮ খাতে গড়ে ২২.০৭ শতাংশ দাম বাড়িয়েছিল গ্যাসের। তবে প্রথম দফার দাম কার্যকর হলেও আদালতের রায়ে আটকে যায় দ্বিতীয় দফা। কিন্তু বুধবার হাইকোর্টের রায় চেম্বার আদালত আপাতত স্থগিত করায় নির্ধারিত সময়ে দাম বৃদ্ধি কার্যকর হচ্ছে।

তিতাস গ্যাসের পরিচালক মীর মশিউর রহমান বলেন, ১ জুন বৃহস্পতিবার থেকেই বিইআরসির নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় দফায় গ্যাসের বাড়তি দাম কার্যকর হবে।

দ্বিতীয় দফায় দাম বাড়ায় দুই চুলার গ্যাসের মূল্য হবে ৯শ’ ৫০ টাকা। আর এক চুলা ৯শ’ টাকা। বাণিজ্যিকে প্রতি ঘনমিটার গ্যাসের দাম হবে ১৭.০৪ টাকা, সিএনজির দাম প্রতি ঘনমিটার হবে ৪০ টাকা।

ক্যাপটিভ পাওয়ার প্রতি ঘনমিটার ৯.৬২ টাকা, বিদ্যুৎ খাতের গ্যাসের দাম হবে ৩.১৬ টাকা, চা-বাগানে গ্যাসের দাম হবে ৭.৪২ টাকা, সার কারখানায় ২.৭১ টাকা, শিল্পে ৭.৭৬ টাকা। এ ছাড়া গৃহস্থালি কাজে মিটার ব্যবহারকারীদের দাম হবে ১১.২০ টাকা।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh