• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডিজিটাল পদ্ধতিতে সংসদে হাজিরা দিলেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০১৭, ১৬:৫০

২০০৮ সালের নির্বাচনের আগে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম ইশতেহার ছিলো ডিজিটাল বাংলাদেশ। আর সেই পথে অনেক দূর এগিয়ে গেছেন তারা। এরইমধ্যে ডিজিটালের সুফল পাচ্ছেন দেশের মানুষ।

এবার তার সুফল গ্রহণ করলেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিলেন তিনি।

এর আগে সংসদ সচিবালয় থেকে নিজের ডিজিটাল পরিচয়পত্র গ্রহণ করে শেখ হাসিনা। অধিবেশন চলাকালে তা গলায় ঝুলিয়ে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সংসদ অধিবেশনে যোগ দেয়া সদস্যদের উপস্থিতি গণনার অংশ হিসেবে নতুন ডিজিটাল পরিচয়পত্র দিচ্ছে সংশ্লিষ্ট সচিবালয়। তবে স্বাধীনতার পর থেকে এতোদিন খাতায় সই করে হাজিরা দিতেন এমপিরা।

যদিও গেলো কয়েকটি সংসদ অধিবেশনে সদস্যরা জিডিটাল পদ্ধতিতে হাজিরা দিচ্ছেন। তবে এখনও সব সাংসদ এই ডিজিটাল কার্ড পায়ননি। সংসদ কক্ষের প্রবেশপথে ডিজিটাল মেশিনে কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। একইসঙ্গে সংসদ সদস্যদের জন্য পর্যায়ক্রমে ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হচ্ছে। সব সদস্যদের হাতে এই পরিচয়পত্র পৌঁছে গেলেই পূর্ণাঙ্গভাবে ডিজিটাল হাজিরা চালু হবে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh