• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাজেট পেশ ১ জুন, অধিবেশন শেষ ১৩ জুলাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৭, ১২:৪৭

দশম জাতীয় সংসদের ১৬তম বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। চলবে আসছে ১৩ জুলাই পর্যন্ত।

আসছে ১ জুন দশম সংসদের এই অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করা হবে। ২৯ জুন এটি সংসদ সদস্যদের ভোটে পাস করা হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মঈন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক।

এছাড়া কার্য উপদেষ্টা কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মূলত বাজেট অধিবেশন হওয়ায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে অধিবেশন ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত মুলতবি থাকবে। পবিত্র রমজানে অধিবেশন প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। তবে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন।

দশম সংসদের ১৬তম অধিবেশনে বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।

এরপর স্পিকার সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে যথাক্রমে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শামসুল হক টুকু, মাহবুব আলী, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং ফজিলাতুন নেসা বাপ্পীকে মনোনয়ন দেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশনে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন তারা।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh