• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এরশাদের দুর্নীতি মামলার শুনানি শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক
  ২২ আগস্ট ২০১৬, ১৪:২৬

২৪ বছর পর সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের একটি দুর্নীতি মামলার আপিল শুনানি শুরু হচ্ছে। মঙ্গলবার শুনানির জন্য মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে। জানালেন, দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে ২০১২ সালের ২৬ জুন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে এই মামলায় আপিল করে দুদক।

১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় ছিলেন এরশাদ। ওই সময় তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন; এমন অভিযোগ এনে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তখনকার দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ মামলাটি করেন। মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh