• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সোমবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ২২:৫৫

  • মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে তিনি রিয়াদ থেকে মদিনা পৌঁছান।
  • রমজানে বিদ্যুৎ, পানি ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
  • আসছে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার চায় না বিএনপি। এবিষয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটির পক্ষ থেকে।
  • সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে রিট মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে হাইকোর্ট।
  • বনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দেয়া নোটিশের কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। তবে এর পরই হাইকোর্টের ওই আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে মঙ্গলবার শুল্ক গোয়েন্দার কাছে রেইনট্রি কর্তৃপক্ষকে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা রইলো না।
  • বনানীর রেইনট্রি হোটেলে ছাত্রী ধর্ষণ ঘটনায় থানায় মামলা নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার গাফিলতির প্রমাণ পাওয়া যায়নি, তবে সার্বিক বিষয়ে কিছুটা ক্রুটি হয়েছে। বললেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
  • রেইনট্রি হোটেলে ধর্ষণ ঘটনার রেশ কাটতে না কাটতেই মহাখালীর হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে ধর্ষণের অভিযোগ উঠলো।
  • রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনে রমজানের প্রথমদিন থেকেই ভেজাল বিরোধী অভিযান চলবে। বললেন মেয়র সাঈদ খোকন।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুন্নুজান আবাসিক হল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ১শ’টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।
  • মঙ্গলবার ১২টি জেলা পরিষদ, ৫৭টি ইউনিয়ন পরিষদ এবং ১টি পৌরসভার উপনির্বাচন ও পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।
  • নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাবেন সাকিব-মুশফিকরা!

এমকে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh