• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রমজানের প্রথমদিন থেকেই চলবে ভেজাল বিরোধী অভিযান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ১৯:৩৮

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনে রমজানের প্রথমদিন থেকেই ভেজাল বিরোধী অভিযান চলবে। বললেন মেয়র সাঈদ খোকন।

সোমবার দুপুরে রাজধানীর নগর ভবনে রমজানের পবিত্রতা বজায় রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, রমজানে যেখানেই কোনো ভেজাল খাদ্যসামগ্রী পাওয়া যাবে, ভেজাল ইফতার পাওয়া যাবে সেখানেই এবারো জরিমানা করা হবে।

এবার জরিমানার পাশাপাশি দরকারে আইন অনুযায়ী কারাদণ্ড দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিভিন্ন পণ্যে ফরমালিনের ব্যবহার কমেছে জানিয়ে তিনি বলেন, ফরমালিন ও রাসায়নিকের ব্যবহার শূন্যে নামিয়ে আনতে চায় সিটি করপোরেশন।

মেয়র বলেন, রমজানে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের বার ও ক্লাব গুলোতে মদ ও জুয়ার কার্যক্রম চললে তা কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, অভিযান পরিচালনার সময় যদি কোনো প্রভাবশালী মহলের সম্মানিত ব্যক্তি অসম্মানিত হন, তাতে সিটি করপোরেশন কোনো দায়িত্ব নেবে না।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh