• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইভিএম না চেয়ে ইসিতে বিএনপির চিঠি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ১৯:৩৯

আসছে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার চায় না বিএনপি। এবিষয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটির পক্ষ থেকে।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি কে এম নূরুল হুদার কাছে চিঠি তুলে দেন।

পরে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন।

সিইসির সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সিইসিকে বলেছি ইভিএম আমরা চাই না। আসছে সংসদ নির্বাচনে এর ব্যবহার যেন না হয়।

এ সময় সিইসি কারও আপত্তির মুখে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বলে জানান নজরুল ইসলাম খান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh