• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে অপরাজনীতির সূচনা করেছে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ১৩:৩৩

দেশে প্রথম অপরাজনীতির সূচনা করেছে বিএনপি। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অপরাজনীতি হয়েছে তার সবই বিএনপি করেছে। আওয়ামী লীগ আক্রমনাত্মক নয়, সহবস্থানের রাজনীতি বিশ্বাস করে।

তিনি বলেন, এ পর্যন্ত দেশে ঘটে যাওয়া প্রতিটি অপরাজনীতির জন্য বিএনপিই দায়ী। যতগুলো ঘটেছে সব তাদের সময়ে। তারাই প্রথম ওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর করে।

সড়ক মন্ত্রী বলেন, বিএনপি এখন বড় বড় কথা বলে। তারা নীতি নৈতিকতার কথা শুনান। আইনি প্রক্রিয়া মেনে বেগম জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশিকে অপরাজনীতি বলছে। কিন্তু এটিতো প্রথম সূচনা করেছে তারা।

আমাদের দলীয় কার্যালয় তছনছ করেছে। নেতাকর্মীদের নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে আটকে রেখেছে। অনেককে জীবন দিতে হয়েছে।

শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈকিত কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। বিএনপি নেত্রী এটিকে সরকারের অপরাজনীতি হিসেবে অভিহিত করেন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh